• আপডেট টাইম : 10/07/2021 06:41 PM
  • 412 বার পঠিত
পুড়ে যাওয়া স্তুপের মধ্যে শ্রমিকের মৃতদেহের সন্ধান
  • প্রেস বিজ্ঞপ্তি (বার্তাপ্রেরক: মো. মোস্তফা)
  • sramikawaz.com

 

নারায়ণগঞ্জের ভুলতায় সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ঘটনায় ৫২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করে একই সাথে অগ্নিকান্ডের ঘটনায় জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা।

১০ জুলাই শনিবার সংবাদ মাধ্যমে নেতৃদ্বয় বলেন, মর্মান্তিক এ দূর্ঘটনায় এ পর্যন্ত ৫২ জন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই ১২-১৫ বছরের কিশোর। এখনো শতাধিক শ্রমিক নিখোঁজ। অপরিকল্পিত ভবন, একটি মাত্র প্রধান ফটক, ফায়ার এলার্ম না থাকা, আগুন লাগার পরও সিড়িতে তালা, সর্বোপরি কারখানা পরিচালনা অব্যবস্থা এ দূর্ঘটনার জন্য দায়ী।

আমরা এ অগ্নিকান্ডের ঘটনায় দায়িদের বিরুদ্ধে দ্রুত কার্যকর প্রশাসনিক ও আইনি ব্যাবস্থার জন্য জোর দাবি জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, অগ্নিকান্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। অগ্নিকান্ডের ঘটনায় গাফিলতির জন্য কারখানা মালিকসহ দায়ী সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...