রাষ্ট্রীয় মন্ত্রণালয় কর্তৃক সারাদেশে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে রিক্সাা, ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।
২৪ জুন বৃহস্পতিবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শোভন রহমান, রিক্সা শ্রমিক নেতা শওকত আলী, মুজিবর রহমান প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু সাইদ। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সাভার-আশুলিয়া-ধামরাই শিল্পাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা আনিসুর রহমান আনিস ।
বক্তারা বলেন, ক্ষমতায় বসে থাকা কর্তাব্যক্তিরা প্রায়শই আনন্দ প্রকাশ করেন এই বলে যে দেশ ডিজিটাল হয়ে গিয়েছে। অথচ রিক্সা চালকেরা একটু ডিজিটাল হবার চেষ্টায় ব্যাটারি লাগালে তাদের আঁতে ঘা লাগে। কোন সভ্য দেশের সভ্য সমাজে এই রকম যানবাহন নেই যেখানে একজন মানুষ আরেকজন মানুষকে টেনে নিয়ে যায়। এই অমানবিক কাজ বন্ধ হওয়া উচিত। প্রযুক্তির উদ্ভবই হয়েছে মানুষের জীবনকে সহজ করার জন্য। সেই প্রযুক্তি থেকে কোন মানুষকে বঞ্ছিত করার অধিকার রাষ্ট্র মন্ত্রণালয়ের নেই।
নেতৃবৃন্দ আরও বলেন, মানুষের মনে এই ভুল ধারণা আছে যে এই রিক্সায় অনেক বেশি বিদ্যুৎ খরচ হয়। অথচ বাস্তবে প্রতি রিক্সায় এক দিনে খরচ হয় মাত্র ২ইউনিট বিদ্যুৎ, অন্যদিকে একটা এসিতে প্রতি ঘন্টায় খরচ হয় ৩ ইউনিট বিদ্যুৎ। ব্যাটারি দিয়ে চালানোর মত আধুনিক ডিজাইন ও নীতিমালা প্রণয়ন করে এই যান বাহনগুলোকে খুব সহজেই লাইসেন্সের আওতায় নিয়ে আসা যায়, এতে দুর্ঘটনার সমস্যাও নিরসন করা যায়। সারাবিশ্বের সকল উন্নত দেশে এইভাবে ব্যাটারি চালিত যান বাহন চলছে, বাংলাদেশে এটা চলতে কোন সমস্যা হবার কথা নয়।
সমাবেশ থেকে বক্তারা দুই দফা দাবি উত্থাপন করেন এবং আগামী ১০ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি পেশ করার কেন্দ্রীয় কর্মসূচীর ঘোষণা দেন। পাশাপাশি এই গণবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীরন
গর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শ্রমিক ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার হুশিয়ারীও দেন।
* সারাদেশে ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান ও ইজিবাইক বন্ধের স্বাষ্ট্রমন্ত্রীর গনবিরোধী ঘোষণা প্রত্যাহার কর।
* নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদান কর