গ্রামীণফোনের ১৫৯ জন কর্মী ছাটাইয়ের প্রতিবাদ করেছে শ্রমিকদের গণমাধ্যম-শ্রমিক আওয়াজ, আমার শ্রম আমার লড়াই, বিপ্লবীদের বার্তা, শ্রমিক দর্পন ও প্রগতির যাত্রী। ছাটাই ও ছাটাই বিরোধী আন্দোলন পরিস্থিতি তুলে ধরেণ গ্রামীণ ফোন এমপ্লয়ীজ ইউনিয়নের নেতারা। অনুষ্ঠানটি আয়োজন করে ওয়ার্কার্স ভয়েস।
ওয়ার্কার ভয়েস কর্তৃক আয়োজিত বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্লাটফর্ম গুলোর যুক্ত হয়েছেন তাদের প্রতিবাদ জানানোর জন্য।প্লাটফর্ম গুলো হলো- শ্রমিক আওয়াজ, আমার শ্রম আমার লড়াই,বিপ্লবীদের বার্তা,শ্রমিক দর্পন, প্রগতির যাত্রী ও গ্রামীণ ফোন এমপ্লয়ীজ ইউনিয়ন।
মাতুজ আলী কাদেরী ও মাজহারুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- বিপ্লবীদের বার্তার সম্পাদক খায়রুল মামুন, শ্রমিক দর্পন সম্পাদক সারোয়ার হোসেন, শ্রমিক আওয়াজ সম্পাদক, জাফর আহমদ- প্রগতির যাত্রী উৎপল দত্ত এবং গ্রামীণ ফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন।
শাখাওয়াত হোসেন ঘটনার বর্ণনা দিয়ে বলেন, আমরা একের পর এক এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। তখন থেকে এই প্রতিবাদ এবং এই সেই প্রতিবাদের ধারাবাহিকতায় গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের জন্ম ২০১২ সালে। সেই সময় আমাদের গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতি সহ ৩ জন সিনিয়র নেতৃবৃন্দকে চাকরিচ্যুত করে। ২০১২ সালর পর এই ধরনের ঘটনা আরও করার চেষ্টা করা হয়েছিল। আধুনিকায়ন এবং ট্রান্সফরমেশনের কথা বলে যে কাজটা চলমান থাকা অবস্থায় আমাদের দক্ষ কর্মী এবং স্থায়ী কর্মীদের কাছ থেকে সে কাজটা উঠিয়ে নিয়ে সে কাজটাকে আউটসোর্সিং এর মাধ্যমে করানো হচ্ছে এবং সেখানেই গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিবাদ করে যে আপনি শ্রমিকের কাজ কখনো আউটসোর্সিং করতে পারেন না।
তিনি বলেন, প্রতিবাদ করায় গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে চাকরিচ্যুত করা হয়। তারপর আমাদের আন্দোলন আরও তীব্রতর হয়। গ্রামীণফোন এমপ্লয়ীজ ইউনিয়নের পরে দেশে-বিদেশে গণমাধ্যম ও বন্ধু সংগঠনের সহযোগিতায় আন্দোলনকে আরো বেগবান করে। এক পর্যায়ে গ্রামীণফোন কর্তৃপক্ষ মিয়া মাসুদকে পূনর্বহাল করতে বাধ্য হয়। গতবছরের যখন করোনার প্যানডেমিক সিচুয়েশনটা শুরু হয় সারা বিশ্বব্যাপী। তার কিছুদিন পরেই আমাদের ১৮০ জন সহকর্মীকে কাজ না দিয়ে তা আউটসোর্সিংকে দিয়ে দেয়। এবং তাদেরকে গত ২০ জুন ছাঁটাই করে।
খাইরুল মামুন বলেন - আমরা যারা অনলাইনে শ্রমিকদের পক্ষে কথা বলি তাদের একটা ঐক্যবদ্ধ জায়গা আমার মনে হয় তৈরি হবে আজকে।
প্রগতির যাত্রী ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর পক্ষ থেকে তিব্রনিন্দা জ্ঞাপন করেছেন।
শ্রমিক দর্পনের সম্পাদক সারোয়ার হোসেন বলেন, শ্রম বান্ধব সরকার ক্ষমতায়। এ সরকারও চায়না গ্রামীন ফোন এভাবে শ্রমিক-কর্মচারিদের ছাটাই করুক। গ্রামীণফোনের অবৈধ শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। গ্রামীন ফোন কর্মী ছাটাই করলে আমরা গ্রামীন ফোন বর্জন আন্দোলন শুরু করবো।
গ্রামীণ ফোন এমপ্লয়িজ ইউনিয়নের ছাটাই বিরোধী চলমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে শ্রমিক আওয়াজ সম্পাদক জাফর আহমদ বলেন, গ্রামীন ফোন একটি লাভজনক প্রতিষ্ঠান হওয়ার পরও করোনার মধ্যে এ ধরণের ছাটাই করছে। এটা খুবই অমানবিক। আমরা বলতে চাইনা ইস্ট ইন্ডয়া কোম্পানির মত গ্রামীন ফোন শুধুই মুনাফা করার জন্য এ দেশে ব্যবসা করছে। মনে রাখতে হবে মানবিক এবং সামাজিক দায়বদ্ধতাও এখন গুরুত্বপূর্ণ ইস্যু। আশা করি গ্রামীনফোনের মত কোম্পানি এধরনের ছাটাই থেকে বিরত থাকবে।