ডিইপিজেড-এর গার্মেন্টস কারখানার শ্রমিক জেসমিন নিহতকে হত্যা উল্লেখ করে বিচার দাবি করেছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। ইপিজেড-এর লেনী ফ্যাশন, এ-ওয়ান ও সাভারের ভার্সেটাইল এ্যাটায়ার লিমিটেড শ্রকিদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও বন্ধ কারখানা খুলে দেয়া এবং ভার্সেটাইল এ্যাটায়ার লিমিডের মালিক কর্তৃক দায়েরকৃত ১৩ জন শ্রমিক নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি।
১৮ জুন শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রমিকনেতা আবুল হোসাইন।
বক্তব্য রাখেন, সংগঠনের সাধারন সম্পাদক তপন সাহা, শাহ্ আলম হোসাইন, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম বাদশা প্রমুখ।
সংহতি বক্তব্য রাখেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের নেতা নুর ইসলাম, রফিকুল ইসলাম সুজন, মাহতাব উদ্দীন শহিদ, কামরুন্নাহার, সাহিদা সরকার প্রমুখ।
নেতৃবৃন্দ ইপিজেড-এ বিভিন্ন কারখানায় বকেয়া বেতনভাতার দাবিতে আন্দোলনরত শ্রমিকদের উপরে পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, পুলিশের হামলায় নিহত শ্রমিক জেসমিনে উপর হামলাকারীদের বিচার ও পরিবারের উপযুক্ত ক্ষতিপুরন দিতে হবে। তারা সকল কারখানার বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও ভার্সেটাইল এ্যাটায়ার লিমিডের মালিক কর্তৃক দায়েরকৃত ১৩ জন শ্রমিক নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।