আগামী ২১ জুন একবছর পূর্তি হচ্ছে অনলাইন ভিত্তিক আলোচনার প্লার্টফর্ম ‘আমার শ্রম আমার লড়াইয়’ এর। ২০২০ সালের ২১ জুন আমার শ্রম আমার লড়াই’ যাত্রা শুরু করে। এক বছর সময়ে প্লাটফর্মটি বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-সংগঠন ও সাধারণ শ্রমিকের অংশগ্রহণে বিভিন্ন ইস্যুতে আলোচনার আয়োজন করেছে।
বর্ষপূর্তি উপলক্ষে আগামী ২৫ জুন শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টায় এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে।
এ বিষয়ে আমার শ্রম আমার লড়াই-য়ের সমন্বয়কোরী প্রবাসী গবেষক জাফর ইকবাল বলেন, শ্রমিক শ্রেণির উপর চরম নিবর্তনমূলক সময়ে ২০২০ সালের ২১ জুন এই প্লাটফর্মটি যাত্রা শুরু করেছিলো। মহামারির এই অচেনা ও অজানা সময়ে সকলের ভালোবাসা, সহযোগিতা, সংহতিতে শ্রমিকের সচেতনতা তৈরি ও সমসাময়িককালে শ্রমিকের শোষণ, বঞ্চনা, নিপীড়ণের বিপক্ষে প্লাটফর্মটি সোচ্চার থেকেছে। আগামী দিনেও শ্রমিকের লড়াই সংগ্রাম ও শ্রমিকের স্বার্থ সুরক্ষায় একটি বিকল্প মতামত বিনির্মানে প্লাটফর্মটি অঙ্গীকারাবদ্ধ।