• আপডেট টাইম : 15/06/2021 05:37 AM
  • 639 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

আশুলিয়ায় ইপিজেড-এর সামনে গার্মেন্টস শ্রমিক জেসমিন নিহতের ঘটনা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউয়িন কেন্দ্র সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটি। ১৪ জুন বিকেলে আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ডে এ মানববন্ধন ও বি¶োভ মিছিল কর্মসূচি পালিত হয়।


সংগঠনটি জানায়, গত ১৩ জুন ঢাকা ইপিজেডে বকেয়া পাওনার দাবিতে আন্দোলনরত লেনী ফ্যাশন কারখানার শ্রমিকদের উপর পুলিশি হামলা ও গুলি বর্ষণের ঘটনায় পার্শ্ববর্তী গোল্ডম্যাক্স কারখানার শ্রমিক জেসমিন বেগম মৃত্যুবরণ করেন। এ হত্যাকান্ডের তদন্তপূর্বক বিচার ও দোষীদের শাস্তি দাবি জানান। যাতে আর কোন শ্রমিককে বকেয়া বেতনের আন্দোলনে গিয়ে জীবন দিতে না হয়।

 

সাভারা-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক খাইরুল মামুন মিন্টু, বাংলাদেশ ট্র্রেড ইউনিয়ন কেন্দ্র সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মনজু, আশুলিয়া থানা সড়ক নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর সভাপতি নবীয়াল ফকির, আশুলিয়া থানা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আলতাব হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...