• আপডেট টাইম : 22/05/2021 10:01 PM
  • 558 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

অধ্যাপক এমএম আকাশ বলেছেন, ২০০৬ সালের শ্রমিক বিদ্রোহ হয়েছিল তার আগের মাত্রাতিরিক্ত শোষণের কারণে। সাংগাঠনিক কার্যক্রম যে ভ’মিকা পালন করেনি তা নয়। নারায়নগঞ্জে মন্টু ঘোষ, সাভারে ইদ্রিশ আলী, আমরা শ্রমিক আওয়াজের মাধ্যমে শ্রমিকদের সংগঠিত করছিলাম, গণক্লাস নিচ্ছিলাম। এটাও ভূমিকা রেখেছিল। তবে বড় ভূমিকা ছিল ২০০৬ সালের আগের সময়ে সর্বোচ্চ শোষণ।


২০০৬ সালের ২২ মের শ্রমিক বিদ্রোহ স্মরণে অনলাইন আলোচনায় বক্তব্য রাখার সময় তিনি এ সব কথা বলেন। আলোচনার আয়োজন করে বিপ্লবী বার্তা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লাকী আক্তার।


অধ্যাপক একএম আকাশ বলেন, অর্থনৈতিক আন্দোলনের চেয়ে ট্রেড ইউনিয়ন আন্দোলন জরুরী। ২০০৬ সালের আন্দোলনের পেছনে এটাও ভূমিকা রেখেছে। বিস্তারিত--

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...