• আপডেট টাইম : 09/05/2021 11:44 AM
  • 1901 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, গাজীপুর থেকে
  • sramikawaz.com

 

 

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রম অসন্তোষ নিরসনে গাজীপুর জেলায় কর্মরত সকল শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জরুরী সভা হয় জেলা প্রশাসকের কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষে।

৮ মে মনিবার সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার এমপি।  আরো উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ কমিশনার,পুলিশ সুপার গাজীপুর, বিঙ্ঘ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও গাজীপুরে কর্মরত সকল শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা।

উক্ত আলোচনা আলোচনা সভায় শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ বলেন, ঈদের ছুটি দেওয়ার কথা বলে জেনারেল ডিউটি করানোর দিনগুলি ডাবল মজুরি এবং একদিন ছুটি দেয়ার দাবি এবং চাকরি চ্যুত করা শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে।

এসময় শামসুন্নাহার এমপি বলেন, যে সকল কারখানায় বেতন-বোনাস নিয়ে বিলম্ব করবে তাদের বিরুদ্ধে আগেভাগেই আইনি ব্যবস্থা নেয়ার তাগিদ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...