• আপডেট টাইম : 23/04/2021 09:22 PM
  • 685 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, সাভার থেকে
  • sramikawaz.com

সাভারে ২০১৩ সালে রানা প্লাজা ধসে নিহত ১১০০ শ্রমিকের স্বরণে মোমবাতি প্রজ্জ্বল করেছে নিহত শ্রমিকের পরিবার, আহত শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো।

শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে রানা প্লাজার বেদির সামনে মোমবাতি জালিয়ে তাদের শ্রদ্ধা জানানো হয়।

এ সময় নিহত ও নিখোঁজ শ্রমিকদের স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠে রানা প্লাজা এলাকা। এ ছাড়া নিহত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করা হয়।

নিহত শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলো জানায়, রানা প্লাজার দুর্ঘটনায় সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না। এটাকে দুর্ঘটনা বললে ভুল হবে, এটা একটি হত্যাকাণ্ড। ক্ষতিগ্রস্ত সবার প্রয়োজনীয় সহায়তা, পুনর্বাসন এবং আহতদের দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রদানেরও আহ্বান জানান তারা।

মোমবাতি প্রজ্জ্বলনে উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি রফিকুল ইসলাম সুজন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক খায়রুল মামুন মিন্টু, সহ আরও অনেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...