• আপডেট টাইম : 13/04/2021 01:46 AM
  • 613 বার পঠিত
  • মোঃ কামরুজ্জামান, সাভার (ঢাকা) থেকেঃ
  • sramikawaz.com

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার শ্রমিকরা।

সোমবার ১২ এপ্রিল বিকেল ৫ টার দিকে সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় বিশমাইল-জিরাবো বাইপাস সড়ক অবরোধ করে কারখানার সামনে অবস্থান নেয় সিলভার গ্যালারী নামের পোশাক কারখানার শ্রমিকরা।

শ্রমিকরা জানায়, এই কারখানায় প্রায় ৯ শতাধিক শ্রমিক ৩ বছর ধরে কাজ করছে। গত মার্চ মাসের ২৪ তারিখে হঠাৎ কারখানা কতৃপক্ষ মৌখিকভাবে ঘোষণা দেয় কারখানাটি স্থানান্তর করা হবে আশুলিয়ার জিরাবো এলাকার অপর একটি কারখানায়। এসময় শ্রমিকরা আন্দোলন করলে দুই মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। দফায় দফায় আন্দোলনের মুখে আজ ১২ এপ্রিল বেতন পরিশোধের কথা দেয় কতৃপক্ষ। কিন্তু তারা বেতন পরিশোধ করে নাই। তাই বাধ্য হয়ে সড়কে নেমেছে শ্রমিকরা।

অবস্থান নেওয়া শ্রমিক কাবুল শেখ বলেন, শ্রমিক, শিল্প পুলিশ ও শ্রমিক নেতৃবৃন্দের অংশগ্রহণে কারখানা কতৃপক্ষ গত ১ এপ্রিল সমঝোতা করেন। আজ ১২ এপ্রিল শ্রমিকদের সকল পাওনাদি বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু তারা বকেয়া বেতন পরিশোধ করে নি। একারনে গাজিরচট এলাকার সিলভার গ্যালারী থেকে জিরাবো এলাকার সিলভার অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে অবস্থান নিয়েছে শ্রমিকরা।

কারখানার অ্যাডমিন ম্যানেজার আরিফের সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করারহলে তাকে পাওয়া যায় নি।

এব্যাপারে বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, সারা মাস কাজ করে শ্রমিকদের আন্দোলন করে টাকা নিতে হয়। বিষয়টি খুব দুঃখজনক। আমরা চাই অবিলম্বে শ্রমিকদের বেতন পরিশোধ করা হোক। লকডাউনের সময় শ্রমিকরা কার কাছে গিয়ে বেতন চাইবে। তারা এসময় অসহায় হয়ে পরবে। তাই দ্রুত বেতন পরিশোধের দাবি জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আল কামরান, বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি জাহিদুর রহমান জীবন, ইউনাটেড ফেডারেশন অফ গার্মেন্টস ওয়ার্কাস ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি ইমন আহমেদ,জাগো বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনেরর আশুলিয়া থানা কমিটির সভাপতি মামুন মন্ডল, বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি তুহিন চৌদোরী,ও কবির হোসেন,বাংলাদেশ পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির শিক্ষা সাহিত্য ও সায়কৃতিক সম্পাদক মোঃ আশিক সরকার ও মোঃ বকুল আহমেদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...