• আপডেট টাইম : 02/04/2021 06:28 PM
  • 383 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

দেশের দোকান কর্মচারীরা এক মানবেতনর জীবন যাপন করছে। সারা দেশে ৬০ লক্ষ দোকান কর্মচারী কাজ করে। করোনা ভাইরাসের কারণে দোকান, মার্কেট, শপিংমল এবং ডিপার্মেন্টাল সোপসমূহ অনেক দিন বন্ধ রাখা হয়েছিল। ইতিমধ্যে সব দোকান পাট খুললেও আগের তুলনায় বিক্রি কম।
বিক্রি কমের অজুহাতে অনেক দোকান মালিকই কর্মচারীদের মাসিক বেতন অর্ধেক বা বেতন কম দিচ্ছে। গত দুই ঈদেও দোকান মালিকেরা অধিকাংশ দোকান কর্মচারীকে গত ঈদের বোনাসও দেওয়া হয়নি।

এ অবস্থায় বেতন বোনাস না পেয়ে অনেক দোকান কর্মচারী পরিবার পরিজন নিয়ে অনাহারে এবং অর্ধাহাওে জীবন যাপন করছে।

দোকান এবং মার্কেট খোলা হলেও, সেখানে কর্মচারীরা কাজ করছেন। কিন্তুতাদের ¯^াস্থ্য নিরাপত্তার ব্যবস্থ্য অত্যান্ত দূর্বল। হাজার হাজার দোকান কর্মচারীকে ক্ষতিপুরন ছাড়াই চাকুরী থেকে বাদ দেওয়া হচ্ছে।

দোকান কর্মচারীরা তাই আজ ¯^াস্থ্য, চাকুরী এবং বেতনের নিরাপত্তাহীনতার মধ্যে আছে। ৬০ লক্ষ দোকান কর্মচারীর দোকান কর্মচারীদের চাকুরীচ্যূতি বন্ধ, চাকুরীর নিরাপত্তা এবং ঈদের আগে ঈদ বোনাস পরিশোধসহ ১০ দফা দাবীতে জাতীয় দোকান কর্মচারীর উদ্যোগে আজ ২ এপ্রিল, ২০২১, জাতীয় প্রেসক্লাব এর সামনে, সকাল ১১ টায় দোকান কর্মচারী মানবন্ধন অনুষ্ঠিত হয়।

ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আমিরুল হক্ আমিন।

কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, এম এ গনি, হযরত আলী মোল্লা, নাসিমা আক্তার, ইসরাত জাহান ইলা, মো. ফজল হক, মো. দিদার প্রমুখ।

জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের দাবীসমূহ:
(১) দোকান কর্মচারীদের বে-আইনীভাবে চাকুরীচ্যূত বন্ধ করতে হবে।

(২) দোকান কর্মচারীদের চাকুরীর নিরাপত্তা দিতে হবে।


(৩) দোকান কর্মচারীদের ¯^াস্থ্য নিরাপত্তার নিশ্চিত করতে হবে।

(৪) দোকান কর্মচারীদের বছরে দুইটি উৎসব/ঈদ বোনাস দিতে হবে।

(৫) দোকান কর্মচারীদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দিতে।

(৬) দোকান কর্মচারীদের সপ্তাহে দেড় দিন ছুটি দিতে হবে।


(৭) কর্মস্থলে দুর্ঘটনায় আহত ও নিহত দোকান কর্মচারীদের ক্ষতি পূরণ দিতে হবে।

(৮) দোকান কর্মচারীদের বছরে সার্ভিস বেনিফিট দিতে হবে।

(৯) দোকান কর্মচারীদের দৈনিক ৮ ঘন্টা ডিউটি ও অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দিতে হবে।

(১০) দোকান কর্মচারীদের হাজিরা খাতা ও সার্ভিস বুক দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...