• আপডেট টাইম : 10/02/2021 10:34 PM
  • 620 বার পঠিত
  • মো. কামরুজ্জামান
  • sramikawaz.com

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ডাকে আপস-মীমাংসার সভায় যায়নি বেঙ্গল সোয়েটার ফ্যাশন লিমিটেডের মালিকপক্ষ।

গত ১ ফ্রেব্রুয়ারি প্রায় ৪০০ শ্রমিকের লিখিত অভিযোগের ভিত্তিতে পূর্বঘোষিত তারিখ অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের টঙ্গী গাজীপুর উপমহাপরিদর্শক এর কার্যালয় থেকে ওই জনের দায়িত্বে থাকা শ্রম পরিদর্শক দেওয়ান শামীম স্বাক্ষরিত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২৪ (ক)ধারার ক্ষমতাবলে বলে আপস-মীমাংসার বৈঠক আয়োজন করেন ৯ ফ্রেব্রুয়ারি বিকাল ৩ টায়।

তার পেক্ষিতে শ্রমিকরা ৯ ফ্রেব্রুয়ারি দুপুর একটা থেকে রাঁত নয়টা পর্যন্ত টঙ্গী কলকারখানায় অবস্থান নিয়ে বিক্ষোভ করলেও মালিকপক্ষের কাউকে আনতে পারেননি কল-কারখানার কর্তৃপক্ষ।

অন্যদিকে শ্রমিকদের দাবি গত প্রায় চার বছর যাবৎ প্রবৃদ্ধি অ্যাপারেল থেকেই বেতন পাচ্ছেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে।

বেঙ্গল সোয়েটারের নাম ব্যবহার করে কাজ করাতেন প্রবৃদ্ধি অ্যাপারেল লিমিটেড নামের পোশাক কারখানা। দীর্ঘ সময় বিক্ষোভের পর বেঙ্গল সোয়েটার লিমিটেডের জুনিয়র এক্সিকিউটিভ দেবাশীষ রায় অবশেষে একাধিকবার মুঠোফোনে ট্রাই করে তাকে পাওয়া গিয়েছে তিনি মোবাইলে ফোনের মাধ্যামে আগামী ১৫ ফ্রেব্রুয়ারি কারখানা চালু করবে বলে ঘোষণা দিলে শ্রমিকদেরকে বুঝিয়ে পাঠিয়ে দেন শ্রমিক নেতারা ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...