• আপডেট টাইম : 16/01/2021 09:28 PM
  • 455 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

করোনার অজুহাতে সকল হোটেলে শ্রমিক ছাঁটাই, নির্যাতন ও চাকরিচ্যুতসহ সব ধরনের শ্রম আইন বিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়ন। শনিবার ১৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে সংগঠনটির সভাপতি আক্তারুজ্জামান খান বলেন, ‘হোটেল শ্রমিকরা শ্রম আইন বাস্তবায়নের জন্য বিভিন্ন সময় আন্দোলন করেছে। আমরা সরকারি বিভিন্ন দফতরে লকডাউনের মধ্যে আমাদের মজুরি বন্ধ না করার জন্য চিঠি দিয়েছিলাম। এমনকি প্রধানমন্ত্রীর দফতরে স্মারকলিপি দিয়েও আমরা এর কোনো সমাধান পাইনি।’

শ্রমিকদের বকেয়া মজুরি না দিয়েই চাকরি থেকে বের করে দিচ্ছে উল্লেখ করে এই শ্রমিক নেতা বলেন, ‘হোটেল শ্রমিকদের দিয়ে ১৮ ঘন্টাও ডিউটি করিয়েছে কিন্তু মজুরি তেমন দেয়নি। তাদের ব্যবসা আগের মতো চললেও আজ তারা শ্রমিকদের বেতন দিচ্ছে না। আমরা আজ মাঠে নামতে বাধ্য হয়েছি। শ্রমিকদের আইন বাস্তবায়নের জন্য আমরা লাগাতার আন্দোলন করে যাবো।’

সংগঠনটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন সংঘের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল, ওয়েস্কো গার্মেন্টস এন্ড ফ্যাক্টরির সভাপতি প্রকাশ দত্ত ও স্টার হোটেলের কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা গুলিস্তান অভিমুখে যাত্রা করেন।
সুত্র ,জাগো নিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...