• আপডেট টাইম : 01/01/2021 10:50 PM
  • 498 বার পঠিত
  • আওয়াজ ডেস্ক
  • sramikawaz.com

দেশের ঐতিহ্যবাহী ৬টি চিনিকল চালু, চিনিকলে চাকুরিরত ও অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী এবং আখচাষিদের পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ০১জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে ফরিদপুর চিনিকল পরিবারের পক্ষ থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চিনিকলের সঙ্গে আমাদের আবেগ, অনুভূতি জড়িয়ে আছে। চিনিকলেই আমাদের বেড়ে ওঠা। এখন আমরা সন্তানদের নিয়ে দেশের ঐতিহ্য চিনিকল দেখাতে পারিনা। লোকসানের অজুহাতে চিনিকলগুলো বন্ধ করে ফেলা হচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে চিনিকল বাঁচাই, আখচাষিদের বাঁচাই। আশা করি আমাদের প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রী দেশের চিনিকলগুলোকে আধুনিকায়ন করে রক্ষা করবেন।

তারা আরও বলেন, চিনিকল থেকে উৎপাদিত চিনি সঠিকভাবে বাজারজাতকরণের মাধ্যমে এই লোকসান কাটিয়ে ওঠা সম্ভব। চিনিকলের শ্রমিকদের সারাবছর উৎপাদন কাজের সঙ্গে যুক্ত রেখে আধুনিকায়ন করা যায়, তা সরকার বিবেচনা করবেন।

কর্মসূচিতে ফরিদপুর চিনিকলে চাকুরিরত শ্রমিক-কর্মচারীর পরিবারের সন্তান ও সদস্য খোরশেদ আলম খসরু, হীরণ, কেয়া, রাসেল ও লিখন বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...