• আপডেট টাইম : 13/10/2024 01:13 PM
  • 18 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক
  • sramikawaz.com

শারদীয় দূর্গোৎসবের বিজয় দশমী কাল রোববার। আজ শনিবার ছিল শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন অর্থাৎ মহানবমী। মহানবমীতে দেবী দূর্গার বিদায়ের সুরে ভারাক্রান্ত হয়ে উঠে প্রতিটি মন্ডপের পরিবেশ ও ভক্তদের মাঝে।

পঞ্জিকা মতে, শনিবার ছিল মহানবমী পূজা। অনেকের বিশ্বাস, মহানবমীর দিন হচ্ছে দেবী দূর্গাকে প্রাণ ভরে অবলোকন করার ¶ণ।

এদিন অগ্নিকে প্রতীক করে সব দেবদেবীকে আহুতি দেওয়া হয়। মহানবমীর সন্ধ্যায় দেবীদূর্গার ‘মহাআরতি’ করা হয়। মূলত ‘সন্ধিপূজা’ শেষ হলে শুরু হয় মহানবমী। এদিন ১০৮টি নীলপদ্মে পূজা হয় দেবীদূর্গার। পূজা শেষে যথারীতি ছিল অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। পাশাপাশি এদিন ছিল সিঁদুর খেলার আয়োজন। প্রতিটি মন্ডপে চলে ভক্তদের সিঁদুর খেলা।

৫দিন ভক্তদের মাঝে আনন্দ দিয়ে মা দুর্গা আজ কৈলাশে ফির যাবেন। তাইতো মন্ডপে মন্ডপে প্রাণের উৎসবে ভক্তদের মাঝে বইছে বিষাদের সুর। শনিবার মহানবমীতে পূজামন্ডপগুলোতে ভিড় ছিল বেশি।

কুষ্টিয়ায় এবছর ২২৪টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গোৎসব। এ উপলক্ষ্যে প্রতিটি পূজা মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ র‌্যাব, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। টহল ছিল সেনা সদস্যদের। সীমান্ত এলাকার পূজা মন্ডপে টহল ছিল বিজিবি সদস্যদের।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...