• আপডেট টাইম : 24/05/2024 02:39 PM
  • 233 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ায় মসজিদে পুকুর থেকে বৈদ্যুতিক মোটরের সাহায্য পানি তোলার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে রমজান আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে শহরতলীর বারখাদা হঠাৎপাড়া এ দূর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, হঠাৎপাড়ায় মসজিদের নির্মাণ কাজ করা হচ্ছিল। শুক্রবার বেলা ১১টার দিকে দিকে জুম্মার নামাজ আদায়ের লক্ষে মসজিদে নিচে বালু ভেজানোর জন্য বাড়ির পাশ থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে পুকুর থেকে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি তোলার সময় রমজান আলী বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
দূর্ঘটনার বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা বলেন, ঘটনাস্থলে একটি পুকুর ছিল। জমির মালিক বালি দিয়ে পুকুর ভরাট করে বাড়ি করার জন্য প্রস্তুতি নেন। কিন্তু স্থানীয়রা তাতে বাঁধা দিয়ে রাতারাতি একটি মসজিদ গড়ে তোলেন। এ বিষয়ে আরও তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...