• আপডেট টাইম : 03/09/2025 05:29 PM
  • 87 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ০৩ সেপ্টম্বর বুধবার দুপুর ১২টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দৌলতপুর কৃষি অফিস চত্বরে প্রণোদনার এ বীজ ও সার বিতরণ করা হয়।

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল হাই সিদ্দিকী। দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন।


২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকলাই উৎপাদন বৃদ্ধির ল¶্যে ক্ষদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির আওতায় দৌলতপুর উপজেলার মোট ১ হাজার ৮০০ জন প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি মাষকলাইয়ের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণকালে দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম জানান, কৃষকদের
স্বাবলম্বী করা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই প্রণোদনা কার্যক্রম হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় দৌলতপুরে উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...