• আপডেট টাইম : 22/05/2024 12:10 PM
  • 259 বার পঠিত
  • শরীফুল ইসলাম,কুষ্টিয়া
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীরা আনন্দ জোয়ারে ভাসছেন। আজ বুধবার সকাল থেকেই নেতা-কর্মী ও ভোটাররা বিজয়ী প্রার্থীদের বাড়ি গিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন। কেউ প্রার্থীদের সাথে সেলফি তুলে আনন্দঘন মুহুর্তটি ধারণ করে রাখছেন।

আনন্দ শোভাযাত্রা নিষিদ্ধ থাকায় শত শত নেতা-কর্মী ও সমর্থকরা বিজয়ী প্রার্থীদের বাড়িতে অবস্থান নিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভোটের টুকি টাকি অভিযোগ অনুযোগ সেরে নিচ্ছেন। তবে বিজয়ী প্রার্থীরা তা আমলে না নিয়ে সকলকে শান্ত থাকার আহবান জানাচ্ছেন। কোন ধরণের বিশৃক্সখলা না করারও নির্দেশনা দিচ্ছেন।


ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার দৌলতপুর উপজেলায় ১৪১ কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৯৭ হাজার ২৮৯ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হোন। তার একমাত্র প্রতিদ্ব›িদ্ব আনিসুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে মাত্র ৫ হাজর ৩৭৬ ভোট পেয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল টিউবয়েল প্রতীক নিয়ে ৪৫ হাজার ৫৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব জাহেরুল ইসলাম তালা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫৯ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকফাত আরা জলি কবিরাজ কলস প্রতীক নিয়ে ৫০ হাজার ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব বর্তমান ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া হাঁস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১ হাজার ১০ ভোট।


ভোরের কুয়াশা ভেদ করে দিনের আলো ছড়ানোর আগেই দৌলতপুরের বিভিন্ন এলাকার শত শত নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ ভোটাররা ভিড় করতে থাকেন দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে বিজয়ী চেয়ারম্যান প্রার্থী বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বাড়ির সামনে। দীর্ঘ সময় নির্বাচনের মাঠে খেটে ক্লান্ত হলেও নেতা-কর্মীদের ভালবাসায় সিক্ত হতে ছুটে আসেন তিনি বাড়ির আঙিনায়। ফুলে ফুলে সিক্ত হোন নেতা-কর্মীদের ভালবাসায়। একই অবস্থা লক্ষ্য করা গেছে উপজেলা পূর্বপাড়া গ্রামে বিজয়ী ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কামরুলে বাড়ির সামনে। সেখানেও নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উচ্ছাস, আনন্দ ও ফুলে ফুলে ভরিয়ে তুলেন বিজয়ী প্রার্থী কামরুজ্জামান কামরুলকে। করান মিষ্টি মুখ। নিজেরাও মিষ্টি খেয়ে মিষ্টি মুখের হাসি দিয়ে প্রার্থীর সাথে ছবি তুলেন। ফিলিনগর গ্রামের বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইকফাত আরা জলি কবিরাজের বাড়ির অঙিনাতেও নারী পুরুষ ও সাধারণ ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। একে একে সকলে প্রার্থীর সাথে ছবি তোলার পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা সিক্ত করেন বিজয়ী প্রার্থীকে। উপস্থিত সকলকে মিষ্টিমুখ করান প্রার্থী নিজেই। সহযোগিতা করেন তার ¯^ামী ওরুশ কবিরাজ। তবে তাদের মাঝে কোন্ ক্লান্তির ছাপ লক্ষ্য করা যায়নি।


এমন অবস্থা শুধু দৌলতপুরেই নয়। একই অবস্থা মিরপুর, ভেড়ামারা ও কুমারখালীর বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বাড়িতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...