ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৮৪ জন। নিহতদের মধ্যে ১৭ শিশুও রয়েছে।
এমন পরিস্থিতিতে ১৩ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালন করেছে ফিলিস্তিনের মানুষ।
এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে।
গত সোমবার থেকে দখলদার ইসরায়েলি জঙ্গি-বিমানগুলো গাজার বিভিন্ন এলাকায় অব্যাহত বোমাবর্ষণ করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, চার দিন ধরে ইসরায়েলি হামলায় ১৭ শিশুসহ ৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৮০ জনেরও বেশি