কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইতি খাতুন (১৫) নামে এক তরুনীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার কাজী আরেফ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিগত তরুনী একই এলাকার মৃত আব্দুর রশিদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কাজী আরেফ সড়কের মৃত আব্দুর রশিদের মেয়ে ইতি খাতুন আজ দুপুরে নিজ বাড়িতে মোবাইল চার্জ দেয়ার চেষ্টা করে। এ সময় বৈদ্যুতিক তার ত্রæটিপূর্ণ থাকায় না জেনে বৈদ্যুতিক তারে হাত পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।