• আপডেট টাইম : 27/10/2020 03:32 PM
  • 636 বার পঠিত
চুরি হয়ে যাচ্ছে লেখকের স্বত্ব
  • 1
  • sramikawaz.com

বাউলসাধক লালন সাঁইয়ের গান সংগ্রহ করে লালন-সংগীত নামে তিন খণ্ডের বই লিখেছিলেন ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ্। প্রথম প্রকাশিত হয়েছিল কুষ্টিয়ার পূর্ব মজমপুর থেকে, ১৯৯৫ সালে। পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। প্রকাশক মোহাম্মদ আলী। বইটি কুষ্টিয়ায় লালন মাজার এলাকার বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়।

একই নামে শুধু প্রচ্ছদ বদলে বইটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারের হাওলাদার প্রকাশনী, ২০১৫ সালে। এই বইয়ে ফকির আনোয়ার হোসেন মন্টু শাহর ভূমিকা ও অন্যান্য তথ্য হুবহু রয়েছে।

বাউলসাধক লালন সাঁইয়ের গান সংগ্রহ করে লালন-সংগীত নামে তিন খণ্ডের বই লিখেছিলেন ফকির আনোয়ার হোসেন মন্টু শাহ্। প্রথম প্রকাশিত হয়েছিল কুষ্টিয়ার পূর্ব মজমপুর থেকে, ১৯৯৫ সালে। পঞ্চম সংস্করণ প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। প্রকাশক মোহাম্মদ আলী। বইটি কুষ্টিয়ায় লালন মাজার এলাকার বইয়ের দোকানগুলোতে পাওয়া যায়।

একই নামে শুধু প্রচ্ছদ বদলে বইটি প্রকাশ করেছে ঢাকার বাংলাবাজারের হাওলাদার প্রকাশনী, ২০১৫ সালে। এই বইয়ে ফকির আনোয়ার হোসেন মন্টু শাহর ভূমিকা ও অন্যান্য তথ্য হুবহু রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...