• আপডেট টাইম : 26/12/2025 03:39 PM
  • 111 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুস্টিয়া
  • sramikawaz.com

 কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টাকে বিজিবি বাঁধা দিয়েছে। বিজিবি এঘটনার প্রতিবাদ জানালে পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ভারতে ফেরতপাঠানো হয়।  

বৃহস্পতিবার (২৬ ডসিম্বের) দুপুর ১টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মদনেরঘাট সীমান্ত দিয়ে একই পরিবারের ৬জন পুরুষ, ৪জন নারী ও ৪জন শিশুসহ ১৪ জন ভারতীয়নাগরিককে ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়।

আজশুক্রবার বেলা সাড়ে ১১টায় বিজ্ঞপ্তি মারফত এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়,ভারতের উড়িশ্যা প্রদেশের জগতসিংহপুর জেলার তারিকুন্ড গ্রামের শিশুসহ ১৪জন নারী-পুরুষকে সীমান্তপিলার ১৫৭/১-এস হতে ৬০গজ দূরবর্তী ভারতের বাউশমারী সীমান্ত দিয়ে বিএসএফ বাংলাদেশে পুশইনেরচেষ্টা করে। 

এসময় স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়াব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র টহল দল তাদের পুশইনে বাঁধাদেয়। এ ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানালে বৃহস্পতিবার দুপুর ১.৪০টায় চাইডোবা সীমান্তেবিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আশ্রায়ন বিওপিরদায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৫৪/৭-এস হতে ১০গজ ভারতের অভ্যন্তরে চাইডোবা মাঠে অনুষ্ঠিতপতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭বিজিবি) এর অধীনস্থ মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান

এবংবিএসএফ’র পক্ষে ৬ সদস্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধীনস্থ নিউ উদয়কোম্পানী কমান্ডার এসি অনিল কুমার।  দুপুর ২.২০টা পর্যন্তঅনুষ্ঠিত পতাকা বৈঠকে ভারতীয় নাগরিক পুশইন করার বিষয়ে জোর প্রতিবাদ জানায় বিজিবি।ভারতীয় নাগরিকদের ঠিকানা যাচাই শেষে তারা ভারতীয় নাগরিক প্রমানিত হওয়ায় বিএসএফতাদেরকে নিজ হেফাজতে নিলে শান্তিপূর্ণ পতাকা বৈঠক শেষ হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সকল ধরনের সীমান্ত অপরাধ নির্মূলে সর্বদা চেষ্টা করে যাচ্ছেএবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বলেবিজিবি সূত্র জানিয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...