কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেছেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসীর জায়গা আমার কাছে হবেনা আমি আপনাদের কাছে ওয়াদা করছি। তিনি বলেন, সামাজিকভাবে একটা লোক একটা দল করতে পারে এটা তার গণতান্ত্রিক অধিকার, তাই বলে তার ওপর অত্যাচার করবো এটা হতে পারেনা।
জামায়াত ইসলাম সম্পর্কে তিনি বলেন, ওরা ভোটের জন্য কোরআন শরীফ শপথ করায় মেয়েদের কাছে। মেয়েরা দূর্বল চিত্তের মানুষ, তাই আপনারা বাড়ির মহিলাদের বলে দিবেন জামায়াতের মহিলারা যদি বাড়িতে আসে তাদের সাথে ভালো আচরণ করবেন, বলবেন বোন আমরা ভোট দিতে পারবোনা আমরা ধানের শীষে ভোট দিবো আপনারা চলে যান। জামায়াত ওদের দল শিবির রগকাটা দল। যারা বিশ্ববিদ্যালয় কলেজে পড়েছে তারা জানে, বিশ্ববিদ্যালয় কলেজ দখল করার জন্য ভালো ভালো ছাত্রদের পায়ের-হাতের রগ কেটেছে বহু, হাজার হাজার। শেষে তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মীসহ সাধারণ ভোটারদের দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান।
১৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের বালিয়াশিশি বাজারে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারকালে পথসভায় বাচ্চু মোল্লা এসব কথা বলেন। এসময় দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন ও পিয়ারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহুরুল করিম বিশ^াসহ স্থানীয় নেতা-কর্মীরাউপস্থিত ছিলেন।