• আপডেট টাইম : 26/11/2025 06:35 PM
  • 100 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, কুষ্টিয়া
  • sramikawaz.com
 
কুষ্টিয়ার ভেড়ামারায় হত্যার পর মুখ পোড়ানো অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
২৬ নভেম্বও আজ বুধবার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্যত্র হত্যা করে তাঁর পরিচয় গোপন করার উদ্দেশ্যে মুখ পুড়িয়ে বিকৃত করে মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ধারণা করা হচ্ছে হত্যার পর মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। হত্যাকান্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আমাদের তদন্ত টিম কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গারপ্রিন্টসহ অন্যান্য পদ্ধতি অবলম্বন করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...