• আপডেট টাইম : 26/11/2025 06:30 PM
  • 92 বার পঠিত
  • শরীফুল ইসলাম, কুষ্টিয়া
  • sramikawaz.com
 
‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। 
 
২৬ নভেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে ফিতা কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস। পরে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
দৌলতপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. নাজমুস সাকিব-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রদীপ কুমার দাস। বক্তব্য রাখেন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ ও দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এ রাজ্জাকাসহ আমন্ত্রিত সুধীজন ও খামারীরা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উদ্যোক্তা এবং খামারীগণ। আলোচনা শেষে অতিথিবৃন্দ খামারীদের প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
 
উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজনে প্রদর্শনীতে ৩১টি স্টলে বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, মুরগি, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি সহ নানা ধরনের খামারজাত প্রাণি প্রদর্শন করেন খামারিরা।
 
একইদিন কুষ্টিয়াতেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আল মামুন হোসেন মন্ডল ও সদর উপজেলার নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান সহ প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন উদ্যোক্তা এবং খামারীগণ। 
 
এর আগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে র‌্যালী বের করা হয়। প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন জাতের গবাদি পশু, ছাগল, ভেড়া, নানা রকম পাখি, মুরগি, মহিষ, ঘোড়াসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...