• আপডেট টাইম : 25/11/2025 06:41 PM
  • 9 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

ঢাকায় জুরাইন কবরস্থান ও আশুলিয়ার নিশ্চিন্তপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে তাজরীন দিবস পালিত হয়েছে। তাজরীন দিবসের শ্রমিক সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপক্ষের চরিত্র বদল হয়নি তাই অভ্যুত্থানের পরেও ইচ্ছাকৃত গাফিলতি, অপরাধমূলক অবহেলার কারণে কোনো শ্রমিক হত্যাকাণ্ডেরই বিচার এখনো হচ্ছে না। নেতৃবৃন্দ একইসাথে অবিলম্বে দ্রুত বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান।

২৪ নভেম্বর ২০২৫, সোমবার, সকাল ৮টায় ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন গার্মেন্ট কারখানার সামনে আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন কারখানার গেটে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গার্মেন্ট টিইউসির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জিয়াউল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

সকাল ৯টায় ঢাকার জুরাইন কবরস্থানে তাজরীন গার্মেন্টের নিহত শ্রমিকদের কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় গার্মেন্ট টিইউসির সহ-সভাপতি শ্রমিকনেতা দুলাল সাহা সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, কেন্দ্রীয় নেতা বিমল কান্তি দাস, জহর লাল রায় প্রমুখ।

শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে গার্মেন্ট শ্রমিকগণ অগ্রনী ভূমিকা পালন করে, জীবন দেন। কিন্তু তাদের ভাগ্যের চাকা বদলায়নি। শ্রমিকরা রাষ্ট্র ক্ষমতার অংশ হবার জন্য অন্দোলনে অংশ নেয়নি, তারা অংশ নিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের মাধ্যমে তাদের ননূতম অধিকার ফেতর পাবার জন্য, তাদের ন্যায্য হিস্যা বুঝে পাবার জন্য কিন্তু তা হয়নি। এখনো তাজরীন হত্যকান্ড সহ কোন শ্রমিক হত্যার বিচার হয়নি। নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার আদায় করা হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, বিচারের দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর। অবিলম্বে তাজরীন গার্মেন্ট শ্রমিক হত্যাকাণ্ডে দায়ী খুনি দেলোয়ারসহ অন্যান্য ব্যক্তিদের জামিন বাতিল করে গ্রেফতার করতে হবে। তাজরীন, রানা প্লাজা, ট্যাম্পাকো, মাল্টিফ্যাবস, সীতাকুণ্ড বিস্ফোরণ, বাঁশখালীতে পুলিশের গুলিসহ, বর্তমান অন্তরবর্তীকালীন সরকারের আমলে আরএন ফ্যাশন, স্মার্ট প্রিন্টিং কারখানায় আগুন, গাজীপুরে কারখানা শ্রমিক কাউসার হোসেনসহ নীলফামারীতে শ্রমিক হত্যাসহ সকল শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে।

শ্রমিক নেতৃবৃন্দ বলেন, গার্মেন্ট শ্রমিকদের কারখানাভিত্তিক রেশন, বাসস্থান ও ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে মজুরি বৃদ্ধি করতে হবে। একইসঙ্গে চলমান মজুরি আন্দোলনে শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। আহতদের সুচিকিৎসা ও নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...