বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে থাকার ছাত্র সংগঠন থেকে জুলাই অভ্যূত্থানের নেতৃত্ব দিয়েছে। অভ্যুত্থানের পর তারা তাদের স্ব স্ব মূল দলে ফিরে যাওয়া শুরু করেছে। এর ফলে জুলাই অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে সম্ভব্যনা তৈরি হয়েছিল তা আর দৃশ্যমান নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কম্যুনিষ্ট পারটির কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অরথনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এমএম আকাশ। তিনি বলেন, রাজনীতির গুনগত পরিবরতনের জন্য প্রয়োজন সাধারণ মানুষের মধ্যে উঠে আসা নেতৃত্বের।
২জানুয়ারী শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোরটারস ফোরাম-ইআরএফ মিলনায়তনে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) বাংলাদেশের কমিউনিস্ট পারটির সাবেক সভাপতি শহিদুল্লাহ চৌধুরী স্মরণসভায় বিশেষ বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। স্মরণসভাটি আয়োজন করে টিইউসির কেন্দ্রীর কমিটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম সংস্কার কমিশনের চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, আশির দশকের মাঝামাঝি স্বৈরাচার বিরোধী আন্দোলনে শ্রমিক সংগঠনগুলো অগ্রণী ভূমিকা পালন করেছিল। এখন এরশাদ বিরোধী সেই শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেওয় সংগঠন শ্রমিক করমচারী ঐক্য পরিষদ-স্কপ থাকলেও আন্দোলনের ঐক্য নেই। তাই আগামী জাতীয় নিরবাচনে ৯ কোটি শ্রমিকের স্বারথ রাজনৈতিক দলগুলোর নিরবাচনি ইস্তেহারে যুক্ত করার ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলো প্রেসার তৈরি করতে পারছে না।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের যুগ্ম সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত দেড় বছরেও কোটিপতি বেড়েছে। কিন্তু একই সময়ে দেশের কল-কারখানা বন্ধ হয়েছে, শ্রমিক বেকার হয়েছে।
তিনি বলেন, টাকার শুধু হাত বদল হয়। কিন্তু যে শ্রমিক টাকা তৈরি করে সেই শ্রমিকের পকেটে কোন টাকা থাকে না। আগে রাজনীতিকরা হলফনামায় পেশা দেখাতেন মাছের চাষ, এখন দেখান পরামরশক।
টিইউসির সহ-সভাপতি মাহাবুবুল আলমের সভাপতিত্বে এবং অরথ সম্পাদক কাজী রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্কপের যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট মন্টু ঘোষ, দপ্তর সম্পাদক সাহিদা পারভিন শিখা , প্রকাশনা সম্পাদক মোবারক হোসেন, ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ইদ্রিশ আলী ও নারায়নগঞ্জ জেলা সভাপতি হাফিজুল ইসলাম। ##