• আপডেট টাইম : 24/11/2025 07:53 PM
  • 15 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

আজ ২৪ নভেম্বর, ২০১২ সালে ঘটে যাওয়া তাজরীন গার্মেন্টসের ভয়াবহ অগ্নিকান্ডের আজ ১৩ বছর পূর্ণ হলো। সেদিনের আগুন কেড়ে নিয়েছিল ১১৩ জন শ্রমিকের প্রাণ। দিনটিকে স্মরণ করে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ) রাজধানীর জুরাইন কবরস্থানে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের সমাধিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ- এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন ও সাধারণ সম্পাদক আহসান হাবীব বুলবুল, সেইফটি এন্ড রাইটস এর নির্বাহী পরিচালক ও শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)- এর ভারপ্রাপ্ত সদস্য সচিব সেকেন্দার আলী মিনা প্রমূখ। বক্তারা হত্যাকান্ডের সাথে জড়িত ব্যাক্তিদের দ্রুত বিচার, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ এর বাস্তবায়নের দাবি জানান।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিলস এবং শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ বলেন দুর্ঘটনাস্থল থেকে অনেক দূরে জুরাইন কবরস্থানে নিহতদের দাফন করা, এ ঘটনাকে মুছে দেওয়ার একটি প্রয়াস ছিল। কিন্তু এ মর্মান্তিক দুর্ঘটনাকে আমরা ভুলে যায়নি বলেই আজকে আমরা এখানে সমবেত হয়েছি। তিনি আরো বলেন, তাজরীন দুর্ঘটনার পরেও অনেকগুলো মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কিন্তু শ্রম আইনে ক্ষতিপূরণ ও শাস্তির বিধানে কোনো পরিবর্তন আনা হয়নি। এতে করে বোঝা যায় শ্রমিকের নিরপত্তার বিষয়টি এখনো কতোটা উপেক্ষিত।

জাতীয় নেতৃবৃন্দের পাশাপাশি শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)-এর সদস্য সংগঠনসমূহের প্রতিনিধি নিহতদের স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন। সবশেষে শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ)-এর পক্ষ থেকে সবার আগে, সবার জন্য, সবাই মিলে নিরাপদ কাজের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...