সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকার পিএম নিটেক্স লিঃ কারখানার শ্রমিক ছাঁটাই প্রত্যাহার বন্ধ কারখানা খুলে দেয়া ও রূপগঞ্জের তারাব এলাকার আলিফ ইন্ড্রাস্ট্রিজ লিঃ কারখানার শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন পরিশোধ'সহ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঐ দুটো কারখানার শ্রমিকরা। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জ চাষাড়ায় বিকেএমইএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে এ বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। এ সময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুল ইসলাম, জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, বক্তব্য রাখেন পিএম গার্মেন্টসের শ্রমিক ছুলাইমান, শাকিল, রুবেল ও আলিফ ইন্ড্রাস্ট্রিজ এর শ্রমিক মাহাবুব, শাকিল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন পিএম গার্মেন্টসের মালিক কর্তৃপক্ষ উদ্যেশ্য প্রণোদিতভাবে অধিকার সচেতন শ্রমিকদের ছাঁটাই করার জন্য ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, মালিক কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে শ্রমিক অসন্তোষ তৈরি করে শ্রমিকদের ক্ষুব্ধ বিক্ষুব্ধ করে রাজপথে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। বে-আইনিভাবে ৫৩ জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ কারখানার গেইটে সাঁটিয়েছে। কোনভাবেই এ ছাঁটাই মেনে নেয়া যায় না। অবিলম্বে বিকেএমইএ ও জেলা প্রশাসকের উদ্যোগে আলোচনার মাধ্যমে উদ্ভুত সংকট সমাধান করতে হবে। শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ প্রত্যাহার করে নিয়ে কারখানা চালু করে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
তারা আরও বলেন, রূপগঞ্জের তারাব এলাকার আলিফ ইন্ড্রাস্ট্রিজ লিঃ কারখানার মালিক কর্তৃপক্ষ শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন না দিয়ে গত ৫ নভেম্বর কারখানা বন্ধ করে দিয়েছে। বেতন-ভাতা পরিশোধে তারিখের পর তারিখ দিয়ে ঘোরাঘুরি করে বেতন না দিয়ে হুট করে কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের চরম বিপদে ফেলে দিয়েছে। সংকট সমাধানের জন্য নারায়ণগঞ্জের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শকের বরাবর অভিযোগ দিয়েও কোন সমাধান পাওয়া যাচ্ছে না। শ্রমিকরা ৩ মাস ধরে বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘর ভাড়া, মুদিদোকানির বাঁকীর টাকা দিতে না পারায় অপমান অপদস্থ হচ্ছে। দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি এই শ্রমিকদের দুরাবস্থা খুব বেদনাদায়ক। সরকারের দায়িত্বশীল দপ্তর, প্রশাসন ও গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমইএ'কে দায়িত্ব নিয়ে দ্রুত সংকট সমাধানের করার জোর দাবি জানান। অন্যথায় বকেয়া বেতন-ভাতা আদায় ও শ্রমিক ছাঁটাই হয়রানির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলে দাবি আদায়ের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
বার্তা প্রেরক
এম এ শাহীন