প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩দফা দাবি আদায়ে এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের নির্লজ্জ হামলা, লঠিচার্জ ও গ্রেতারের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর সোমবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে দৌলতপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক-শিক্ষিকাঅংশ নেয়।
এসময় বিক্ষোভকারীরা ‘আর নয় আলাপন, এবার চাই প্রজ্ঞাপন, আমার ভাইয়ের ওপর হামলা কেন? প্রশাসন জবাব দে, এমন ¯েøাগানে উপজেলা পরিষদ চত্বর প্রকম্পিত করে।
সমাবেশে শিক্ষকবৃন্দ বলেন, আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করতে আসিনি, এসেছি জাতির ভবিষ্যৎ গড়তে। অথচ আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশি হামলা বর্বরতার শামিল। সরকারের কাছে আমরা দাবি জানাই, অবিলম্বে আমাদের যৌক্তিক ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারা দেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষ সমাজ কোনো রাজনৈতিক প্রতিপ ক্ষনয় বরং জাতি গঠনের মূল চালিকা শক্তি। আমাদের সম্মান, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্থ হবে।
বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষকদের একটি মিছিল বের হয়। মিছিলিটি উপজেলা চত্বরসহ বিভিন্ন সড়ক প্রদ ক্ষিণ করে।