কুষ্টিয়ার দৌলতপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ মো. আলতাব হোসেন ও ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দৌলতপুর থানা বাজারে আলতাব হোসেনের বাসভবনে যান দৌলতপুর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
এসময় তিনি আলহাজ¦ আলতাব হোসেনের কাছে দোয়া চেয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট করার আহhfন জানান। এরপর বাচ্চু মোল্লা নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চুয়ামল্লিকপাড়া গ্রামে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহhfয়ক শরীফ উদ্দিন জুয়েলের বাসভবনে যান এবং তার সাথেও সৌজন্য সাক্ষাত করেন। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি’র মনোনয়ন দৌড়ে থাকা শরীফ উদ্দিন জুয়েলকেও আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট ও নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার আহhfন জানান কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহhfয়ক শরীফ উদ্দিন জুয়েল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিবেন সে নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করবেন বলে উপস্থিত সকলকে আশ^স্থ করেন।
সৌজন্য সাক্ষাতকালে দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লার হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, রেজা আহম্মেদ বাচ্চু মোল্লার বড় ছেলে আসিফ রেজা শিশির মোল্লা, দৌলতপুর উপজেলা যুবদলের আহŸায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহhfয়ক মাহবুবুর রহমান, যুবদল নেতা লিটন জোয়াদ্দার ও দৌলতপুর উপজেলা ছাত্রদলের আহŸায়ক মাসুদুজ্জামান রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরআগে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দৌলতপুরের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার বিএনপি দলীয় নেতা-কর্মী বাচ্চু মোল্লার বাসভবন চত্বরে ভিড় করেন এবং বিএনপি দলীয় মনোনয়ন ঘোষিত হওয়ায় আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।
সোমবার সন্ধ্যায় কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লাকে বিএনপি দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিএনপি’র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে বিএনপি দলীয় প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার নাম ঘোষণা করেন।