• আপডেট টাইম : 01/11/2025 07:32 PM
  • 94 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ায় ট্রলির নিচে পড়ে মহিদুল ইসলাম (৪০) নামে এক পথচারী নিহত হয়েছেন। রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয়ের মানষিক ভারসাম্যহীন এক ব্যক্তি মহিদুলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান।

এ সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি দ্রুতগামী ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ০১ নভেম্বরশনিবার সকাল ৮টার দিকে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর বাজারে এ দূর্ঘটনা ঘটে। নিহত মহিদুল ইসলাম উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগাড়িপাড়া গ্রামের পোকার ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কিছু বুঝে উঠার আগেই মহিদুলকে ধাক্কা দেয় অজ্ঞাতপরিচয়ধারী মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি।

এ সময় চলন্ত একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ বিষয়ে নিহতের পরিবার কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...