কুষ্টিয়ার দৌলতপুরে আইন শৃক্সখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দৌলতপুর থানার ওসি মো. সোলায়মান শেখ, দৌলতপুর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শাকিল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. বেলাল উদ্দিন, দৌলতপুর মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ স্বপন, বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অব্দুল হালিম টম মাষ্টার ও দৌলতপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক এম এরাজ্জাক। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় দৌলতপুরের আইনশৃক্সখলা পরিবেশস্বা ভাবিক রাখতে ও মাদক পাচাররোধে সকলের সহযোগিতা কামনা করা হয়।