'গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন' এর কার্যকরী সভাপতি শামীম ইমামকে সভাপতি, গার্মেন্টস - টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ কে সদস্য সচিব করে 'গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন' এর নতুন কমিটি গঠন।
১৮-১৯ অক্টোবর দুদিন ব্যপি জোটের অস্থায়ী কার্যালয়ে 'গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন' এর এক সভা জোটের সমন্বয়ক ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ মিরপুর অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিক নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। একই সাথে অগ্নিকান্ডের ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া হতাহতের ঘটনায় নিহত প্রত্যেক শ্রমিক পরিবারকে এক জীবন আয়ের সমান ক্ষতিপূরণ (ন্যূনতম ৫০ লক্ষ টাকা) এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করাসহ উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের আহবান জানান। নেতৃবৃন্দ কর্মস্থলে শ্রমিকের জীবনের নিরাপত্তা ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার জন্য শ্রমিক জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।
এছাড়াও সভায় সংগঠন ও আন্দোলন বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
জোটের সদস্য সচিব গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা করেন- যথাক্রমে জোটের কেন্দ্রীয় পরিচালনা কমিটির অন্যতম সদস্য গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, বাংলাদেশ ওএসকে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইয়াসিন মিয়া, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের কার্যকরী সভাপতি শামীম ইমাম, গার্মেন্টস ও টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা ও বাংলাদেশ সোয়েটার গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি এএএম ফয়েজ হোসেন প্রমূখ।