ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে আওয়ামী শাসনামলের সব অপশাসন, দুঃশাসন, দুর্নীতির কবর দেয়া হবে।
রোববার ১৯ অক্টোবর বিকেলে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে বিএনপি দলীয একটি আঞ্চলিক অফিস উদ্বোধন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত দলীয় নেতা-কর্মী সর্বসাধারণের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, জনাব তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন তা প্রতিটি গ্রামে মানুষের কাছে পৌঁছে দিয়ে তার সুফল তুলে ধরতে হবে।
বিএনপি ক্ষমতায় এলে এই ৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হয়ে পরিণত হবে।
দৌলতপুরের একটি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ এনে জুযেল বলেন, আল্লারদর্গা বাজারে আঞ্চলিক অফিসটি পূর্বেই উদ্বোধন করার কথা থাকলেও দলের কিছু স্থানীয় রাজনৈতিক গোষ্ঠীর বাধা, হুমকি-ধামকির কারণে উদ্বোধন হতে দেরি হয়েছে। তিনি এই অনাকাক্সিখত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সকল সাধারণ মানুষের গণতান্ত্রিক চর্চা ও স্বাধীনতায় হস্ত¶েপ করা যাবে না। আমাদের দলীয় কিছু নেতা যদি জনাব তারেক রহমানের নির্দেশনা না মেনে নেতা-কর্মীদের হুমকি দেয়, তার দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
শরীফ উদ্দিন জুয়েল তার বক্তব্যে উল্লেখ করেন, জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শের পথ দেখিয়েছেন, সেই পথেই চলতে হবে। তিনি সতর্ক করে বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট আচরণ করলে এবং হুমকি-ধামকি দিলে আমি দৌলতপুরের সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে সেই দানবদের প্রতিহত করব।
নিজের সংগ্রামী জীবনের কথা তুলে ধরে জুয়েল বলেন, আমি দীর্ঘ ১৭ বছর রাজপথে থেকে মাফিয়া-ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ৩বার জেলে গিয়েছি, ৪২দিন আয়না ঘরে থেকেছি, জুলাই আন্দোলনে আমার শরীরে ৭১টি বুলেটের চিহ্ন রয়েছে। আমরা যদি ফ্যাসিস্ট হাসিনা শাসনকে ঠেকাতে পারি, ইনশাল্লাহ দৌলতপুরের যে কোনো দানবের মোকাবিলা করতে পারবো।
অর্থনৈতিক বিষয়ে তিনি বলেন, আল্লারদর্গা এলাকার ব্যবসায়ীরা দীর্ঘ ১৭ বছর ধরে নির্যাতিত ও নিপীড়িত। বর্তমানেও নাকি সেই একই অবস্থা। এই প্রতিকুল অবস্থার মোকাবেলা করতে হবে সকলে মিলে।
বর্তমানে এখানে সিগারেট ও বিড়ি ফ্যাক্টরি দু’টি বন্ধ থাকায় প্রায় ২০ হাজার শ্রমিক কর্মসংস্থান হারিয়েছে। বিএনপি যদি সরকারে আসে এবং আমাকে মনোনয়ন দেওয়া হয়, তা’হলে এই ফ্যাক্টরি পুনরায় চালু করার ব্যবস্থা করবো। বতর্মানে এখানে এখনও ব্যবসায়ীদের ওপর যে হুমকি ধামকি হচ্ছে, তাদের উপর বুলডোজা চালানো হয়েছে, তা বন্ধ করা হবে বলে তিনি উল্লেক করেন।
বিএনপি দলীয় কার্যালয় উদ্বোধন শেষে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবাক ও কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী শরীফ উদ্দিন ৩১ দফা বাস্তবায়নের ল¶্যে পথসভা করেন ও লিফলেট বিতরণ করেন।
এসময় শরীফ উদ্দিন জুয়েলের সাথে উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ¦ আলতাফ হোসেন, দৌলতপুর কৃষকদলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার, দৌলতপুর কৃষকদলের যুগ্মআহবায়ক নারী নেত্রী সুরাইয়া আক্তার কাজল, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাবেক আহয়ক কমিটির সদস্য আলাউদ্দিন বাদল, দৌলতপুর যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম ও যুবদলের যুগ্মআহবায়ক জাফর ইকবাল কর্নেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ।
কর্মসূচী চলাকালে জনগণের স্ব তঃস্ফূর্ত উপস্থিতি জনজোয়ারে পরিণত হয়।