• আপডেট টাইম : 17/10/2025 04:52 PM
  • 198 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে ফকির লালন শা এর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষ্যে আজ ১৭ অক্টোবর শুরু হচ্ছে লালন স্মরণোৎসব। সন্ধ্যায় উদ্বোধন করা হবে তিনদিনের এ লালন স্মরণোৎসব। এবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে লালন সাইঁজির তিরোধান দিবস।

আখড়াবাড়ির আঙিনার বাইরে খোলা মঞ্চে স্মরণোৎসব উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। মুখ্য আলোচক থাকবেন আন্তর্জাতিক লেখক ও গবেষক প্রফেসর গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। সভাপতিত্ব করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। উদ্বোধন শেষে প্রয়াত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন স্মরণে তথ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর লালন মঞ্চে অনুষ্ঠিত হবে লালনের গান।

তবে আখড়াবাড়ি আঙিনায় সাধু ও লালন ভক্তবৃন্দ পূর্বের ধারাবাহিকতায় তাদের নিজ¯^ রীতিতে সন্ধ্যায় অধিবাস পর্বের মধ্যদিয়ে সাধুসঙ্গের আনুষ্ঠানিকতা শুরু করবেন। পরদিন অর্থাৎ শনিবার সকালে বাল্যসেবা, দৈন্যবাণী পরিবেশনা ও দুপুরে পূর্ণ সেবার মধ্যদিয়ে সাধুসঙ্গ শেষ হবে। লালন স্মরণোৎসব কে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় তিনদিন ব্যাপী তিরোধান দিবস অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে আত্মশুদ্ধির আশায় বিনা আমন্ত্রণে সাঁইজির টানে দেশ-বিদেশ থেকে লালন উৎসবে যোগ দিয়েছেন অসংখ্য সাধু. লালন ভক্ত ও অনুসারীরা। মাজারে এসে তারা ভাবতত্বে হয়েছেন মোহিত।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের ১লা কার্তিক সাধক পুরুষ ফকির লালন শাহ্ দেহত্যাগ করেন। এরপর থেকে তাঁর ভক্ত ও অনুসারীরা আঁখড়া বাড়িতে সাধুসঙ্গসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে আসছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...