• আপডেট টাইম : 11/10/2025 06:55 PM
  • 58 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১১ অক্টোবর শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এটি দুর্ঘটনা না হত্যাকান্ড তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানন, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এসময় একটি বাটন মোবাইল ও পায়ের স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারীর নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি উল্লেক করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...