• আপডেট টাইম : 26/09/2025 07:05 PM
  • 40 বার পঠিত
  • প্রেস বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

আশুলিয়ায় অবস্থিত নাসা গ্রুপের শ্রমিকদের উপর হামলা ও মিথ্যা মামলায় গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক তফাজ্জল হোসেন, সদস্য সচিব রাজু আহমেদ, জোটের অন্যতম নেতা মোশরেফা মিশু, এডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, তাসলিমা আক্তার, মাহমুদ হোসেন, শামীম ঈমাম, মাসুদ রেজা, ফয়েজ হোসেন, আজ ২৬ সেপ্টেম্বর'২৫ এক যুক্ত বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে বলা হয়, নাসা কারখানার শ্রমিকদের আগস্ট মাসের মজুরি এখনো বকেয়া রয়েছে। আইন অনুযায়ী ৭ কর্মদিবসের মধ্যে মজুরি পরিশোধের বাধ্য বাধকতা থাকলেও মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ না নিয়ে বরং মজুরি পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামলে তাদের উপর পুলিশ ন্যাক্কারজনক হামলা চালায়।
এ ঘটনায় নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সরকার মালিকদের পক্ষে নগ্ন ভূমিকা নিয়ে শ্রমিকদের বিরুদ্ধে নিজ অবস্থানকে তুলে ধরেছে।

নেতৃবৃন্দ আরও বলেন, সরকারের প্রশাসন শ্রমিকদের উপর ন্যাক্কারজনক হামলা করেই থামে নি বরং আন্দোলনরত শ্রমিকদের কয়েকজনকে মিথ্যা মামলায় গ্রেফতার করে।

শ্রমিকদের গ্রেফতারের প্রেক্ষিতে পুলিশ প্রশাসন গ্রেফতারকৃত শ্রমিকদের সাথে ছাত্রলীগের সংশ্লিষ্টতার বিষয় তুলে ধরে গ্রেফতারের বিষয়টিকে বৈধতা দেয়ার অপচেষ্টা করছে। নেতৃবৃন্দ বলেন, কোন নাগরিকের রাজনৈতিক পরিচয় যাই হোক, শ্রমিক হিসেবে তার মত প্রকাশের অধিকার রয়েছে। গ্রেফতারকৃত শ্রমিকরা কোন অযৌক্তিক দাবিতে আন্দোলন করেনি। মালিক নিয়ম অনুযায়ী মজুরি পরিশোধ না করে মালিকই শ্রমিক অসন্তোষ তৈরির মূল ইন্ধন যুগিয়েছে।

সরকার শ্রমিকদের মজুরি পরিশোধ ও অন্যান্য আইনগত বিষয়ে যৌক্তিক সমাধানে না যেয়ে দমন পীড়ন, মামলা- হামলা ও গ্রেফতারের তৎপরতা চালাচ্ছে। কোন কোন ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী শ্রমিক হত্যার ঘটনাও সংঘটিত করছে। গত ২ সেপ্টেম্বর নীলফামারী ইপিজেড এ শ্রমিক হত্যার ঘটনা সারা দেশের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি করে।

নেতৃবৃন্দ মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেফতারকৃত শ্রমিকদের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানান।

বার্তা প্রেরক
রাজু আহমেদ
সদস্য সচিব
গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...