• আপডেট টাইম : 05/09/2025 07:39 PM
  • 45 বার পঠিত
  • সংবাদ বিজ্ঞপ্তি
  • sramikawaz.com

নীলফামারী ইপিজেডে পুলিশ-সেনাবাহিনীর গুলিতে শ্রমিক হত্যার প্রতিবাদ ও দোষীদের বিচার, নিহত-আহত শ্রমিকদের চিকিৎসা, ক্ষতিপূরণ প্রদান, শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন, হয়রানি বন্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখা। শুক্রবার ৫ সেপ্টেম্বর বিকেল ৪ টায় সলিমুল্লাহ সড়কের রামকৃষ্ণ মিশনের সামনে বিক্ষোভ সমাবেশ ও একটি বিক্ষোভ মিছিল বঙ্গবন্ধু সড়কের মর্ডান ডায়গনস্টিক সেন্টারের সামনে দিয়ে ঘুরে চাষাড়া শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি এম এ শাহীন, বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুব, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাকিম প্রমূখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকরা অধিকারের জন্য লড়াই করে যুগে যুগে জীবন দিয়ে যাচ্ছে। তবুও রাষ্ট্রের চোখে তারা মানুষ হিসেবে গণ্য হতে পারে নাই। উৎপাদনের মেশিন হিসেবে বিবেচনা করা হয়। নীলফামারী ইপিজেডের এভারগ্রীন কারখানার শ্রমিকরা বে-আইনি শ্রমিক ছাঁটাইয়ের বিরুদ্ধে ও ন্যায্য দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে পুলিশ-সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছে। নির্বিচারে তারা নিরস্ত্র অসহায় শ্রমিকদের উপর গুলি চালিয়ে হাবিব নামে একজন শ্রমিক'কে হত্যা করেছে। অনেক শ্রমিক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

এ ঘটনায় নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসনের দায়িত্ব ছিল শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে কারখানার মালিকের সাথে আলোচনার পরিবেশ তৈরি করে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধান করা কিন্তু তারা তা না করে মালিকের পক্ষ নিয়ে শ্রমিকদের উপর গুলি চালিয়েছে। এঘটনা ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়েও ঘটেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও এর পুনরাবৃত্তি হচ্ছে। সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রীয় নিপীড়ন বন্ধ হয়নি। মালিক গোষ্ঠীর শোষণ নির্যাতন দমন-পীড়ন অব্যাহত রয়েছে। যেই শ্রমিকরা শ্রম দিয়ে উৎপাদনের চাকা ঘুরায়, দেশের অর্থনীতিতে সর্বোচ্চ ভুমিকা রাখে সেই শ্রমিকদের উপর রাষ্ট্রীয় নিপীড়ন-নির্যাতন ও মালিক গোষ্ঠীর শোষণ, লাঞ্ছনা-বঞ্চনা কোনভাবেই মেনে নেয়া যায় না। শ্রমিক নির্যাতন, দমন-পীড়ন বন্ধ করতে হবে।


নেতৃবৃন্দ আরও বলেন, নীলফামারী ইপিজেডে শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ-সেনাবাহিনী সরাসরি গুলি চালিয়ে শ্রমিক হত্যা করেছে অথচ দেশের গণমাধ্যম গুলোতে এই হত্যাকাণ্ডকে 'সংঘর্ষ' হিসেবে প্রচার করা হচ্ছে এটা খুবই দুঃখজনক। গত ২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি শ্রমিকরা জীবন দিয়েছে অথচ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার মালিক গোষ্ঠীর পাহারাদার হিসেবে শ্রমিকদের বুকে গুলি চালিয়েছে যা গণঅভ্যুত্থানের চেতনা বিরোধী।

নেতৃবৃন্দ অবিলম্বে শ্রমিক হত্যাকাণ্ডে দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করা, নিহত-আহতদের চিকিৎসা, সারাজীবন আয়ের সমান ক্ষতিপূরণ প্রদান ও শ্রমিক ছাঁটাই-নির্যাতন, দমন-পীড়ন বন্ধ করে শিল্পের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


বার্তা প্রেরক
এম এ শাহীন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...