নীলফামারী উত্তরা ইপিজেডে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণ ও শ্রমিক হত্যার তদন্ত, বিচার, ক্ষতিপূরণ ও দায়ীদের শাস্তির দাবিতে স্কপ এর প্রতিবাদসভা অনুষ্ঠিত
৪ সেপ্টেম্বর সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ - স্কপ এর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপ এর যুগ্ম সমন্বয়কারী এবং বাংলাদেশের জাতীয় শ্রমিক জোট এর সভাপতি আব্দুল কাদের হাওলাদারের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপনের পরিচালনায় প্রতিবাদসভায় বক্তব্য রাখেন শ্রম সংস্কার কমিশনের প্রধান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ- বিল্স এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র-এর সহ-সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএএম ফয়েজ হোসেন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ বাদল, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন, শ্রমিক নিরাপত্তা ফোরামের ভারপ্রাপ্ত সদস্যসচিব ও সেফটি এন্ড রাইটস সোসাইটির নির্বাহী পরিচালক সেকেন্দার আলী মিনা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন এর কর্মকর্তা হাসান আলী, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট- ব্লাস্ট এর কর্মকর্তা আমানুল্লাহ খান, কর্মজীবী নারীর কর্মকর্তা রাজীব আহমেদ, আওয়াজ ফাউন্ডেশন এর হুরমুজ আলী, আউট সোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ রফিক প্রমুখ সহ স্কপ এবং শ্রমিক নিরাপত্তা ফোরামভুক্ত শ্রমিক অধিকার ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা নীলফামারীর উত্তরা ইপিজেডে হাবিব নামে একজন শ্রমিক নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করা, তদন্ত প্রক্রিয়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, দোষীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা, আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহত ও আহত শ্রমিকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান করার দাবি জানান।
পাশাপাশি, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের পাওনা বাকি রেখে কারখানা বন্ধ করে দেয়া, শ্রমিকদের চাকুরিচ্যুত, হয়রানি ও মিথ্যা মামলা দেয়া বন্ধ করা এবং ইপিজেডসহ সকল শ্রমক্ষেত্র একই শ্রম আইনের আওতায় আনাসহ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অবিলম্বে বাস্তবায়ন করার জন্য সরকারের নিকট দাবি করেন।