গতকাল ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক ছাঁটাইসহ পেশাগত বিষয়ে আন্দোলনরত শ্রমিকদের উপর হামলা এবং তাতে নিহত ও আহত হওয়ার ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করছে শ্রমিক নিরাপত্তা ফোরাম। এরূপ ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ আইন প্রয়োগকারী অন্যান্য সংস্থার দায়িত্বশীল আচরণ দাবি করছে এ ফোরাম।
ফোরাম মনে করে, কারখানা বন্ধ ও শ্রমিক ছাঁটাইয়ের ঘটনায় অধিকারবঞ্চিত ইপিজেড শ্রমিকদের দাবি-দাওয়া আলোচনার মাধ্যমে পূরণ করা যেতো এবং সেরকম অবকাশ থাকার পরও সেখানে আক্রমণ চালানো হয়। এতে হাবিবুল ইসলাম (২০) নামে একজন শ্রমিক গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং প্রায় ২৪ জন শ্রমিক শারীরিকভাবে আহত হয় বলে স্থানীয় শ্রমিক এবং বিভিন্ন গণমাধ্যম হতে জানা যায়।
ফোরাম এ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত শেষে দোষীদের বিচারের পাশাপাশি তাৎক্ষণিকভাবে আহত শ্রমিকদের সুচিকিৎসা এবং নিহত ও আহত শ্রমিকদের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করছে ।
শ্রমিক নিরাপত্তা ফোরাম মনে করে, শ্রমিকদের পাওনা বাকি রেখে কারখানা বন্ধের যে অনৈতিক ও বেআইনী রেওয়াজ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে গড়ে উঠেছে তার বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার দায় রয়েছে সরকারের। এরূপ ঘটনার কারণে দেশের বিভিন্ন স্থানে নিয়মিত অসন্তোষ তৈরি হচ্ছে। উত্তরা ইপিজেডেও এভারগ্রিণ নামের একটা কারখানা মজুরি বকেয়া রেখে বন্ধ করে দেয়ার জের ধরে উল্লিখিত শ্রমিক অসন্তোষের পরিস্থিতি তৈরি করা হয়। বকেয়া মজুরি বাকি রেখে কারখানা বন্ধের বিরুদ্ধে সরকারের তাৎক্ষণিক, দৃঢ় ও কার্যকর পদক্ষেপ ছাড়া এরূপ বেআইনী কর্মকান্ড নিরসনে বিকল্প কোনো উপায় নেই। সে আলোকে শ্রম আইনেও এরকম অন্যায় প্রতিরোধে বাংলাদেশ শ্রম আইনে প্রয়োজনীয় বিধান যুক্ত করা প্রয়োজন।
উপরোক্ত ঘটনার প্রতিবাদে আগামীকাল ৪ সেপ্টেম্বর, ২০২৫ সকাল ১০:৩০ মি. জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হবে।