• আপডেট টাইম : 02/09/2025 07:58 PM
  • 116 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে ছাত্রদলের বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

০২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের আহসাননগর কারিগরি কলেজ চত্বরে গাছের চারা রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন দৌলতপুর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মো. মোজাক্কির রাব্বি, দৌলতপুর ছাত্রদলের সাবেক আহবায়ক মাসুদুজ্জামান রুবেল ও আসিফ রেজা শিশির মোল্লা সহ স্থানীয় বিএনপি এবং ছাত্রদল নেতৃবৃন্দ।

পরে কলেজ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা। কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহŸায়ক মো. মোজাক্কির রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। দৌলতপুরে ১৪টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ বৃক্ষের ৫ হাজার চারা রোপন করা হবে বলে নেতৃবৃন্দ বক্তব্যে উল্লেখ করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...