কুষ্টিয়ার দৌলতপুরে গরুকে ঘাস খাওয়ানোর মত তুচ্ছ ঘটনা নিয়ে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
২৭ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফিলিপনগর এলাকায় রুশমান আলী (৩৫) নামে ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত রুশমান ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর এলাকার বাবুর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পদ্মা নদীর পাড়ে গরুকে ঘাস খাওয়ানোর সময় রুশমান আলী ও একই এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে শিহাব (৪০) এর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শিহাব ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা হাসুয়া দিয়ে রুশমানকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুশমান আলীকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলাকারী শিহাব একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, সন্ত্রাসী হামলা ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
হামলার ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।