• আপডেট টাইম : 23/08/2025 09:17 PM
  • 89 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক, (কুষ্টিয়া)
  • sramikawaz.com

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে কুষ্টিয়ার দৌলতপুরে বন্যাকবলিত ও পানিবন্দী অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১০টায় ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয় এবং তা চলে বিকেল ৫টা পর্যন্ত। উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বন্যার্ত প্রায় ২০০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক শরীফ উদ্দিন জুয়েল।

ত্রাণ বিতরণ পূর্ব উপস্থিত বন্যার্তদের উদ্দেশ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহবায়ক ও দৌলতপুরের কৃতি সন্তান শরীফ উদ্দিন জুয়েল বলেন, বর্তমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বিএনপি সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত রয়েছে। আমাদের দলের পক্ষে এটা শুধুমাত্র ত্রাণ বিতরণ নয়, মানুষের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা নিদর্শন।

তিনি আরো বলেন, পানিবন্দী মানুষের সঠিক সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা বিশ্বাস করি, জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। এসময় ত্রাণ সামগ্রী সংগ্রহে অংশ নেওয়া অসহায় বানভাসি সর্বসাধারণের প্রতি আন্তরিক কৃতজ্ঞাতা ও ধন্যবাদ জানিয়ে সর্বদা তাদের পাশে থাকার প্রতিশ্রæতি দেন শরীফ উদ্দিন জুয়েল। পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করার জন্য স্থানীয় যুবদল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ধন্যবাদ জানান তিনি।

দিনব্যাপী ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন, দৌলতপুর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহবায়ক আবিদ হাসান সরকার মন্টি সরকার, দৌলতপুর উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুম, দৌলতপুর উপজেলা কৃষক দলের আহবায়ক আরিফুল ইসলাম নান্নু মাষ্টার সহ স্থানীয় যুবদল, ছাত্রদল এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ সহায়তার মধ্যে খাদ্য সামগ্রীর পাশাাশি বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরী চিকিৎসা পথ্য রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...