• আপডেট টাইম : 18/08/2025 10:39 PM
  • 98 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৪টি মহিষ আটক হয়েছে এবং উদ্ধার হয়েছে বিভিন্ন প্রকার ভারতীয় মাদক।

১৮ আগস্ট সোমবার বিকাল ৪টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার ভোর ৪টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ চরচিলমারী বিওপির টহল দল চিলমারী সুগারঘাট এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪টি মহিষ আটক করে, যার মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
একইদিন ভোর ৫টার দিকে একই ব্যাটালিয়নের ঠোটারপাড়া বিওপির টহল দল সীমান্তের শকুনতলা মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ২ কেজি গাঁজা এবং ৫০০ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য ১ লক্ষ ৫৭ হাজার টাকা।

এরআগে একই দিন রাত ৩টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) চল্লিশপাড়া বিওপির টহল চল্লিশপাড়া মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ৩৯ বোতল মদ উদ্ধার বরে এবং রোববার রাত ১১টার দিকে একই বিওপি’র টহল দল সীমান্তের নিচপাড়া মাঠে অভিযান চালিয়ে ভারতীয় ৬৩৬ পিস সিলডিনাফিল ট্যাবলেট উদ্ধার করে, যার মূল্য ২ লক্ষ ৪৯ হাজার ৩০০ টাকা।

উদ্ধার হওয়া মাদক ও আটক মহিষের সিজার মূল্য ৮ লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা বলে বিজ্ঞপ্তি সূত্রে বিজিবি নিশ্চিত করেছে।

আটক মহিষ কাস্টমে জমা করা হয়েছে এবং উদ্ধার হওয়া মাদক ধ্বংসের জন্য ব্যাটালিয়ন মাদক ষ্টোরে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে ৪৭ বিজিবি।
ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...