কুষ্টিয়ায় গত একসপ্তাহে বিজিবি’র পৃথক অভিযানে ১ কোটি ৫৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়েছে ১জন।
১২ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর সার্বিক তত্বাবধানে ও নির্দেশনায় গত ৫ আগস্ট হতে ১১ আগস্ট পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনস্থ বিজিবি’র পৃথক টহল দল সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ, ২০ বোতল ফেনসিডিল, ৭০০ গ্রাম হেরোইন, ৫ হাজার ২৮৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ১৯ হাজার ১১২ প্যাকেট নকল বিড়ি, ১ হাজার ৪৫০ পিস চকলেট বাজি, ২ হাজার ৩৬৫ কেজি ৫০ গ্রাম নিষিদ্ধ চায়না দুয়াড়ী ও কারেন্ট জাল, ২ হাজার ৫৯৩ কেজি নিষিদ্ধ পলিথিন ও ২ হাজার ৭৪০ পিস ডেক্সামিথাশন ট্যাবলেট উদ্ধার করেছে। অভিযানে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১জন বাংলাদেশী নাগরিককে (ধুর) আটক করা হয়েছে।
বিজিবি’র অভিযানে উদ্ধার মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ১ কোটি ৫৬ লক্ষ ৮৪ হাজার ৩১০ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।