কুষ্টিয়ার দৌলতপুওে মুক্তিযুদ্ধের অন্যাতম সংগঠক কাজী আরেফ আহমেদ সহ ৫ জাসদ নেতা হত্যার অন্যতম ফাঁসির আসামি বাখের আলী ওরফে কবির এর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী।
৫ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কিশোরী নগর গ্রামের কবর স্থানে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ ও বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোয়াজ আলীসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।
ফাঁসির আসামি বাখের আলী ওরফে কবিরের নাম জুলাই শহীদের তালিকায় অন্তর্ভূক্ত থাকায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে তার কবওে পুষ্পস্তবক অর্পণ কওে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে বলে জানান বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোয়াজ আলী।
২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিকেলে দেশব্যাপী আনন্দ মিছিল হলে ঢাকায় আত্মগোপন ও ছদ্দবেশে পলাতক থাকা কাজী আরেফ আহমেদ সহ ৫ জাসদ নেতা হত্যার অন্যতম ফাঁসির আসামি বাখের আলী মিছিলে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পওে তাকে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের নিজ গ্রামের কিশোরীনগর কবর স্থানে দাফন করা হয় এবং পরবর্তীতে জুলাই শহীদের তালিকায় তার নাম অন্তর্ভূক্ত করা হয়।
কিশোরীনগর গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে বাখের আলী ওরফে কবির জুলাই গণঅভ্যুত্থান দিবসের আনন্দ মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনাটি নিয়েও মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এলাকা বাসীর।
এদিকে আবার দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফাঁসিঁর আসামির কবওে পুষ্পস্তবক অর্পণ করা নিয়েও দেখা দিয়েছে নানা গুঞ্জন।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাইসিদ্দিকী বলেন, জুলাইশহীদের তালিকায় দৌলতপুরের একমাত্র শহীদ কবির এর কবওে পুষ্পস্তবক অর্পণ কওে শ্রদ্ধা জানানো হয়েছে। সে ফাঁসির আসামি কিনা সেটা আমার জানা নেই।