• আপডেট টাইম : 26/07/2025 07:55 PM
  • 128 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি ধরতে গিয়ে রক্তাক্ত জখম হয়েছেন ইস্রাফিল হোসেন নামে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা।

২৬ জুলাই শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এঘটনায় জড়িত আসামি হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আহত পুলিশ কর্মকর্তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঈুলিশ জানিয়েছে ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনে একটি হত্যা মামলার আসামি ধরতে শহরের থানাপাড়া এলাকার হারুনুর রশিদের বাড়িতে অভিযানে যায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের এসআই ইস্রাফিলসহ একটি টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি হারুন ও তার ছেলে এসআই ইস্রাফিলের উপর ধারালো বটি দিয়ে আক্রমণ করে। এতে এসআই ইস্রাফিল রক্তাক্ত জখমহন। এ সময় হামলাকারী হারুন ও তার ছেলেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...