শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অবহেলা, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে দেশের এক কোটির অধিক দোকান এবং রিটেইল কর্মচারী আইনগত অধিকার থেকে বঞ্চিত বলে দাবী করেছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।
১১ জুলাই শুক্রবার সকালে ঢাকার তোপখানা রোডস্থ এশিয়া হোটেল এন্ড রিসোর্টস এ দোকান কর্মচারীদের জাতীয় প্রতিনিধি কনভেনশনে এ মতামত উঠে আসে।
ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিরুল হক্ আমিনের সঞ্চালনায় এ কনভেনশন উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রধান এবং বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কপের সমন্বয়কারী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন; বিশেষ অতিথি ছিলেন, সলিডারিটি সেন্টারের কান্টি ডিরেক্টর এ্যাডভোকেট কে এম নাসিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইউনি বিএলসি বাংলাদেশের সভাপতি আমজাদ আলী খাঁন, সমন্বয়ক মোস্তফা কামাল, ডব্লিউসি’র ম্যানেজার রফিকুল ইসলাম, এএনএলের বাংলাদেশের প্রতিনিধি শাহিনুর রহমান, ইউনিয়নের বাংলাদেশ প্রতিনিধি অরুন্ধতী রানী প্রমুখ।
কনভেনশনে ঢাকার বাইরের ১৮ টি এবং ঢাকার ১২ টি দোকান কর্মচারী ইউনিরয়ন ছাড়াও ঢাকার বিভিন্ন মার্কেট ও শপিং মলের মোট ৮২ জন প্রতিনিধি অংশ নেয়।
কনভেনশনে উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, ইউনি গ্লোবাল ইউনিয়নের সভাপতি মি. জেরাড এবং ইউনি গ্লোবাল ইউনিয়ন এশিয়া প্যাসিফিকের কর্মাস কো-অর্ডিনেটর মিস এলিস।
কনভেনশনে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন যে, দোকান এবং রিটেইল কর্মচারীদের, নিয়োগপত্র , পরিচয়পত্র , সাপ্তাহিক ছুটি , ঈদ বোনাস , অবসরকালীন সুবিধা , মের্টানিটি বেনিফিট , দূর্ঘটনার ক্ষতিপূরণ , মজুরী বোর্ড সহ অন্যান্য আইনগত অধিকার এবং সুবিধা নেই। আর এই না থাকার জন্য দায়ী হচ্ছে শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অবহেলা, দায়িত্বহীনতা এবং দুর্নীতি।
তারা বলেন, এই অধিদপ্তরের লোকবল ৪০৬ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে ১১৭২। অথচ এরা সব সময়ই লোকবলের অভাব বলে অজুহাত তুলে ধরে।