• আপডেট টাইম : 10/07/2025 07:17 PM
  • 246 বার পঠিত
  • আওয়াজ প্রতিবেদক: দৌলতপুর (কুষ্টিয়া)
  • sramikawaz.com

কুষ্টিয়ার দৌলতপুওে সরকারি সহায়তার (ভিজিএফ) কার্ডেও অনলাইন আবেদন ও অতিরিক্ত টাকা আদায়কে কেন্দ্র কওে বিএনপিকর্মী আব্দুল আজিজ (৩৫) হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।

৬ জুলাই রোববার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর স্কুলবাজার এলাকায় কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধও টায়ার জ¦ালিয়ে এ কর্মসূচী পালন করে তারা।

এরআগে, বুধবার (২ জুলাই) রাত ৯টার দিকে মথুরাপুর বাসষ্ট্যান্ড সংলগ্ন স্কুলবাজার এলাকায় অতিরিক্ত অর্থ আদায় সংক্রান্তÍ বিরোধের জের ধওে স্থানীয় বিএনপিকর্মী পলাশের ছুরিকাঘাতে নিহত হন আব্দুল আজিজ।
ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুওে নিহতের স্ত্রী রুবিনা খাতুন বাদীহয়ে ১০ জনের নাম উল্লেখ সহআরও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে দৌলতপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের কয়েক ঘণ্টার মধ্যেই হত্যাকান্ডে জড়িত মাহাবুল মাষ্টার (৫২) কে পুলিশ গ্রেপ্তার করলেও বাঁকীরা পালিয়ে যায়।
নিহত আব্দুল আজিজ মথুরাপুর দর্গাতলার খেলাফতের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। মামলায় অভিযুক্তরাও একই দলেরকর্মী ও রাজনীতির সঙ্গে জড়িতবলে স্থানীয়রা জানিয়েছেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা আব্দুল আজিজ হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার কওে শাস্তির দাবি জানান।
এ সময় নিহতের স্ত্রী রুবিনা খাতুন বলেন, আমার ¯^ামীকে যারা হত্যা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে। আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি চরম অসহায় অবস্থায় আছি বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ বিষয়ে দৌলতপুর থানারওসি (তদন্ত) আক্তারুজ্জামান লিটন বলেন, আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে পরিস্থিতি ¯^াভাবিক করেছি। হত্যা কান্ডে জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে। মাহাবুল ছাড়া অন্য কেউ এখনো গ্রেপ্তার হয়নি, তবে অভিযান অব্যাহত রয়েছে।

বিক্ষোভ ও মানববন্ধন এলাকার শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...